logo সোনালী সমাজ উন্নয়ন সংস্থা

বালিজুড়ী বাজার, মাদারগঞ্জ, জামালপুর।। স্থাপিতঃ ২০১৬ ইং, রেজি নং- জা-০০১২৪৬

সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য

সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য লক্ষ্যঃ নারী পুরুষের সমন্বয়ে দরিদ্র জনগোষ্ঠী সামষ্টিক ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে সুসংগত সমাজ গঠন করা। উদ্দেশ্য ঃ ০১। প্রগতি পথ ধরে সকল সামাজিক কর্মকান্ডে তরুণ-যুবকদের অংশগ্রহণ। ০২। সামাজের অপশক্তি দূর করে সমাজকে শিক্ষা ও ঐক্যের মাধ্যমে উন্নতির শিখরে আরোহণ করানো। ০৩। তরুণ-যুবকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা বৃদ্ধি। ০৪। শিক্ষার মাধ্যমে সমাজকে সচেতন করা এবং এর মাধ্যমে ভ্রাতৃত্ব সৃষ্টি করা। ০৫। এই সংস্থার শিক্ষিত বেকার যুব ও যুবতীদেরকে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলা। ০৬। এলাকার ধর্ম বর্ণ নির্বিশেষে তুলনামুলক পিছিয়ে থাকা জনগণের মাথাপিছু আয় বর্ধন ও বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ দান। ০৭। শিক্ষিত বেকার পথভ্রষ্ট যুবক যুবতীদের সেবা ও চিকিৎসা দান ও পূর্নবাসন করা। ০৮। প্রাথমিক স্বাস্থ্য সেবা, স্যানিটেশন, পরিস্কার পরিচ্ছন্নতা, বিশুদ্ধ পানির, ডায়রিয়া প্রতিরোধ, খাবার স্যালাইন ইত্যাদি সম্পর্কে পরামর্শ দান ও সরবরাহ। ০৯। সামাজিক বনায়ন বৃক্ষ রোপন কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন। ১০। নিরক্ষতা দূরীকরণে শিশু শিক্ষা, গণ-শিক্ষা, বয়স্ক শিক্ষা কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন। ১১। সমাজের বেকারত্ব দূরীকরনার্থে বাঁশ, বেত, সেলাই, এমব্রয়ডারী, বৈদ্যুতিক কাজ, হাঁস-মুরগীর খামার, মৎস্য চাষ, শাক-সবজী চাষ, পশু পালন ইত্যাদি কার্যক্রম এবং কারিগরী ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে স্বল্প মেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধি করা। ১২। গরীব মেধাবী ছাত্র/ছাত্রীদের বৃত্তি দান, কন্যাদান গ্রস্থদের আর্থিক সাহার্য দান, সমাজের এতিম ও অসহায় শিশুদের কার্যকরী কর্মসূচী গ্রহণ। ১৩। শিশুদের অধিকার সুরক্ষা বিষয়ক কর্মসূচী গ্রহণ। ১৪। প্রতিবন্ধীদের সহায়ক কর্মসূচী গ্রহণের মাধ্যমে সহায়তা ও পূর্নবাসন করা। ১৫। বিভিন্ন প্রকার প্রশিক্ষণের ব্যবস্থা করা। ১৬। সমাজের উন্নয়নের জন্য যখন যা প্রয়োজন সেই মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। ১৭। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে প্রয়োজন মোতাবেক প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা।

সংস্থার বর্তমান কার্যক্রম

সংস্থার ভবিষ্যৎ কার্যক্রম