logo সোনালী সমাজ উন্নয়ন সংস্থা

বালিজুড়ী বাজার, মাদারগঞ্জ, জামালপুর।। স্থাপিতঃ ২০১৬ ইং, রেজি নং- জা-০০১২৪৬

Online Credit Management System

পটভূমিঃ

প্রগতির পথ ধরে সকল সামাজিক কর্মকান্ডে তরুন-তরুণীদের অংশগ্রহণ এবং সমাজের অপশক্তি দূর করে সমাজ ও জাতিকে শিক্ষা ও ঐক্যের মাধ্যমে উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার মহান লক্ষ্যে “সোনালী সমাজ উন্নয়ন সংস্থা” প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ একটি জনবহুল উন্নয়নশীল দেশ। সাধারণ মানুষের মৌলিক চাহিদাগুলো ভাত, কাপড়, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য। কিন্তু অধিকাংশ গণ মানুষ এই পাঁচটি মোলিক চাহিদা হতে অনেকাংশে বঞ্চিত। এমনকি জীবন ধারণের সামান্যতম সুযোগ সুবিধাও তারা পায়না।
তাই দরিদ্র জনগোষ্ঠির উন্নয়নের লক্ষ্যে অবশ্যই এগিয়ে আসা প্রয়োজন। সাম্প্রদায়িক বেড়াজাল পেরিয়ে তাদেরকে আগামী শতাব্দীর যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে সুসির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে দরিদ্র জনগোষ্ঠির স্বার্থে কাজ শুরু করার জন্য একটি সমাজ কল্যাণ মূলক সংস্থা হিসাবে “সোনালী সমাজ উন্নয়ন সংস্থা” এর জন্ম হয়। জেলা সমবায় র্কাযালয়, জামালপুর থেকে সংগঠনটি “সোনালী সমাজ উন্নয়ন সংস্থা” নামে নিবন্ধন লাভ করে; যাহার নিবন্ধন নং- জা-০০১২৪৬, তারিখ-০৬-০৬-২০১৮ খ্রিঃ। ইহা একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা। সমাজ উন্নয়নমূলক কর্মকান্ডই হবে সংস্থার ভিত্তি। সংস্থার সকল কর্মকান্ডই সমাজের কাছে দায়বদ্ধ থাকিবে। ব্যক্তি স্বার্থ, ব্যক্তিগত আক্রোশ, রাজনৈতিক প্রভাব সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। সমাজ সেবায় মহান ব্রত সামাজিক ও জাতীয় উন্নয়নে সংস্থার সদস্যবৃন্দ বদ্ধ পরিকর। সংস্থার ঠিকানা- গ্রাম- বালিজুড়ী বাজার, পোঃ বালিজুড়ী বাজার, উপজেলা- মাদারগঞ্জ, জেলা- জামালপুর। সংস্থার কার্যক্রম পরিচালনার সুবিধার্থে একাধিক শাখা থাকতে পারে। সংস্থা প্রতিষ্ঠার তারিখ- ১০/০৭/২০১৬ইং। সংস্থার কর্ম এলাকাঃ- সমগ্র জামালপুর জেলাব্যাপী। পরবর্তীতে নিবন্ধীকরণ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কর্ম এলাকার সম্প্রসারণ করা যেতে পারে। সংস্থার লক্ষ্য ঃ- সমাজের তরুন যুবকদের ঐক্যবদ্ধ করণ। এছাড়া নতুন প্রজন্মের শিক্ষিত তরুণ যুবকদের উৎসাহ প্রদান। নারী পুরুষের সমন্বয়ে দরিদ্র জনগোষ্ঠির সামষ্টিক ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে সুসংগত সমাজ গঠন করা।

Member Login

 

স্টাফ লগইন

এডমিন লগইন

গুগল ম্যাপে আমাদের অবস্থান